বীরপ্রতীক তারামন বিবির স্বামী আব্দুল মজিদ (৬৭) আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। 

সোমবার দুপুর দেড়টার দিকে শেরপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

তারামন বিবির ছেলে আবু তাহের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন।

আবু তাহের বলেন, মায়ের মৃত্যুর পর বাবা দুশ্চিন্তায় পড়ে যান। তিনি সবসময় একাকিত্ব বোধ করতেন। তখন থেকেই তিনি শয্যাশয়ী হয়ে পড়েন। বাবা শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন। রোববার তার পেট ফুলে গেলে চিকিৎসার জন্য শেরপুর সদর হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই বাবা মারা যান। 

রাত সাড়ে ৯টার দিকে রাজিবপুরের কাচাড়িপাড়া গ্রামে তারামন বিবির কবরের পাশে আব্দুল মজিদের মরদেহ দাফন করা হয় বলেও জানান তিনি। 

প্রসঙ্গত, বীরপ্রতীক তারামন বিবি ২০১৮ সালে ১ ডিসেম্বর ৬২ বছর বয়সে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন মুক্তিযুদ্ধের সময় ১১ নম্বর সেক্টরের একমাত্র নারী মুক্তিযোদ্ধা।