- সারাদেশ
- হরিণাকুণ্ডুতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু
হরিণাকুণ্ডুতে করোনার উপসর্গ নিয়ে একজনের মৃত্যু

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে করোনার উপসর্গ নিয়ে মোফাজ্জেল হোসেন(৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। মঙ্গলবার ভোর ৫ টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত মোফাজ্জেল হোসেন উপজেলার মাঠ আন্দুলিয়া গ্রামের মৃত বিশারত আলীর ছেলে।
মৃত ব্যক্তির ছেলে বেল্টু জানান, গত এক সপ্তাহ ধরে মোফাজ্জেল হোসেন জ্বর, কাশি ও শ্বাসকষ্টজনিত সমস্যায় ভুগছিলেন। সোমবার শ্বাসকষ্ট বেড়ে গেলে প্রথমে তাকে হরিনাকুণ্ডু ও পরে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তার মৃত্যু হয়।
উপজেলা ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মো. হানিফ জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশে স্বাস্থ্যবিধি মেনে দুপুরে পারিবারিক কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়েছে।
ঝিনাইদহ সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. অপুর্ব কুমার সাহা বিষয়টি নিশ্চিত করে জানান,মৃত ওই ব্যক্তি করোনার উপসর্গ নিয়ে সোমবার রাতে সদর হাসপাতালের সাসপেক্টেড ওয়ার্ডে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোরে তার মৃত্যু হয়। মৃতের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
হরিণাকুণ্ডু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জামিনুর রশিদ জানান, মৃত ওই ব্যক্তি সোমবার সন্ধ্যায় করোনা উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছিলেন। তার অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি হওয়ার জন্য পরামর্শ দেওয়া হয়। তিনি আরও জানান, এ পর্যন্ত উপজেলায় ৩২৫ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৬৯ জনের করোনা পজেটিভ ফল এসেছে। এর মধ্যে সুস্থ্ হয়েছেন ৩৫ জন। বাকিরা হোম কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন আছেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাফিস সুলতানা জানান, মৃত ব্যক্তির বাড়িসহ আশেপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে।
মন্তব্য করুন