ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিখোঁজের এক দিন পর মেঘনা নদী থেকে রিয়াম (৯) নামের এক স্কুলছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার ভোর ৫ টার দিকে উপজেলার খাস নগর গ্রাম সংলগ্ন মেঘনা নদী থেকে মৃতদেটি উদ্ধার করা হয়।

নিহত রিয়াম উপজেলার আইয়ুবপুর ইউনিয়নের খাস নগর গ্রামের প্রবাসী ইব্রাহিম মিয়ার ছেলে। সে স্থানীয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর ছাত্র ছিল।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রিয়াম সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়। সন্ধ্যায় সে বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন বিভিন্ন স্থানে তার খোঁজ করেন। তার সন্ধান না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। মঙ্গলবার সকালে মেঘনা নদীতে রিয়ামের মরদেহ ভাসতে দেখে তার পরিবারের সদস্যদের খবর দেয় এলাকাবাসী। পরে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের মা সায়মা বেগম জানান, সোমবার বিকালে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেনি রিয়াম। সকালে লোকজন মেঘনা নদীতে তার ছেলের মৃতদেহ দেখতে পেয়ে তাদেরকে খবর দেন। তিনি বলেন, আমার ছেলের কোন শত্রু নেই। কীভাবে এমন ঘটনা ঘটল বুঝতে পারছি না।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ সালাহউদ্দিন চৌধুরী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে ছেলেটির মৃত্যু হয়েছে। তারপরও ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতালে পাঠানো হবে।