- সারাদেশ
- জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম
জামালপুরে একসঙ্গে ৪ সন্তানের জন্ম

চার সন্তানের মধ্যে তিন সন্তানকে বেডে রাখা হয়- সমকাল
জামালপুরের মাদারগঞ্জে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন আনোয়ারা বেগম (৩৫) নামের গৃহবধূ। মঙ্গলবার সকালে জামালপুর শহরের বেসরকারি হাসপাতাল জিয়া হেলথ কমপ্লেক্সে তিনি ২ ছেলে ও ২ মেয়ের জন্ম দেন।
হাসপাতালের গাইনি বিভাগের সার্জন ডা. সাজদা-ই-জান্নাত জানান, মঙ্গলবার সকালে প্রসব ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন আনোয়ারা বেগম। ওই প্রসূতির আল্ট্রাসাউন্ড রির্পোটে দুটি শিশুর অস্তিত্ব দেখা যায়। সকাল ৯টার দিকে নরমাল ডেলিভারির মাধ্যমে ওই নারীর প্রথম সন্তান প্রসব করানো হয়। পরে অস্ত্রোপচারের মাধ্যমে আনোয়ারা বেগম পরপর তিন সন্তানের জন্ম দেন। চারজন নবজাতকই সুস্থ আছেন বলেও জানান ডা. সাজদা-ই-জান্নাত।
আনোয়ারা বেগমের স্বামী বিল্লাল হোসেন জানান, নবজাতক ৪ জনের মধ্যে দুই ছেলের নাম রেখেছেন ইমান হাসান ও ইমান হোসাইন। অন্যদিকে দুই মেয়ের নাম রাখা হয়েছে আমেনা ও ফাতেমা। তবে তারা হতদরিদ্র হওয়ায় ৪ নবজাতককে নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন।
মন্তব্য করুন