- সারাদেশ
- ফরিদপুরে কিশোরকে শ্বাসরোধ করে হত্যা
ফরিদপুরে কিশোরকে শ্বাসরোধ করে হত্যা

ফরিদপুরে এক কিশোরকে শ্বাসরোধ করে হত্যা হয়েছে।
মঙ্গলবার সকালে ফরিদপুর শহরের দক্ষিণ ঝিলটুলী মহল্লার নির্মাণাধীন একটি ভবনের ১২ তলা থেকে ১৪ বছর বয়সী ওই কিশোরের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত সাব্বির মোল্লা ফরিদপুর সদরের কানাইপুর ইউনিযনের মালাঙ্গা গ্রামের মৃত ছেরমান মোল্লার ছেলে। সাব্বিরের মা নাজমা বেগম ফরিদপুর সদরের কৈজুরি ইউনিয়নের ফুকরা এলাকায় বাবার বাড়িতে থাকেন।
সাব্বির ফরিদপুরের একটি খাবার হোটেলে কর্মচারি ছিলেন। তিনি ঝিলটুলী এলাকার একটি বাড়িতে ভাড়া থাকতেন।
দক্ষিণ ঝিলটুলী এলাকার বাসিন্দাদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ৮টার দিকে ‘প্রফেসার্স টাওনার’ নামে পরিচিত নির্মাণাধীন ওই বাড়ির শ্রমিকরা কাজ করতে এসে এই কিশোরের লাশ দেখতে পান। পরে তারা বিষয়টি ফরিদপুর কোতয়ালী থানায় জানান। পুলিশ ৯টার দিকে লাশটি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদপুর কোতয়ালী থানার ওসি মোরশেদ আলম জানান, লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি বলেন, এ হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা করছে পুলিশ। দ্রুত হত্যা রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
মন্তব্য করুন