- সারাদেশ
- থানার সামনে সড়কেই সন্তান প্রসব করলেন নারী
থানার সামনে সড়কেই সন্তান প্রসব করলেন নারী

কক্সবাজার শহরে সড়কেই সন্তান প্রসব করেছেন ‘মানসিক ভারসাম্যহীন’ এক নারী। কক্সবাজার সদর মডেল থানা সংলগ্ন সড়কের পশ্চিম পাশে ওই নারী একটি ছেলে সন্তান প্রসব করেন। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষর্দশীরা জানান, ২৫-২৬ বছর বয়সী মানসিক ভারসাম্যহীন এক নারী প্রসব বেদনায় কাতরাছিল। কিন্ত কেউ তাকে হাসপাতালে নিয়ে যায়নি। এক পর্যায়ে সন্তান প্রসব হলে আশেপাশের লোকজন থানায় খবর দেয়। থানার সামনে হওয়ায় খবর পেয়ে সদর মডেল থানা পুলিশের কয়েকজন সদস্য ঘটনাস্থলে ছুটে যান। পরে মা ও নবজাতককে হাসপাতালে নিয়ে যায় পুলিশের সদস্যরা।
ঘটনাস্থলে উপস্থিত থানার উপ-পরিদর্শক (এসআই) আনচার জানান, মা ও নবজাতককে চিকিৎসার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তিনি বলেন, দেখে মনে হয়েছে- এই নারী মানসিক ভারসাম্যহীন। তার পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে।
মন্তব্য করুন