- সারাদেশ
- পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ
পাওনা টাকা চাওয়ায় গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ

প্রতীকী ছবি
নড়াইল সদরের বাহিরগ্রামে পাওনা টাকা ফেরত চাওয়াকে কেন্দ্র করে তানিয়া নামে এক গৃহবধূর ওপর এসিড নিক্ষেপের অভিযোগ উঠেছে। সোমবার রাতে এ ঘটনা ঘটে। প্রথমে তাকে চিকিৎসার জন্য নড়াইল সদর হাসপাতালে আনা হলেও পরে অবস্থার অবনতি হওয়ায় খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জুয়েল মোল্যা (৪০) অহিদুল ইসলাম (৬২) ও বিপ্লব মোল্যাকে (৫০) আটক করা হয়েছে।
তানিয়ার পারিবারিক সূত্রে জানা গেছে, এক বছর আগে কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের মৃত মোস্তফা মোল্যার ছেলে জুয়েল তার প্রতিবেশী গোলাপ মোল্যার মেয়ে তানিয়া বেগমের (২৮) কাছ থেকে ধানের বিছালীর ব্যবসা করার জন্য ১৫ লাখ টাকা ধার নেয়। তনিয়ার দাবি- পাওনা টাকা ফেরত চাইলে জুয়েল তাকে এসিড মেরে হত্যা করার হুমকি দিত। এ কারণে সে গত ১৩ আগষ্ট নড়াইল সদর থানায় একটি সাধারণ ডায়েরী করে যশোর জেলার শংকরপাশা গ্রামে স্বামী মাসুদ হাসানের বাড়িতে চলে যায়। পরে এ ঘটনা গ্রামীণ শালিসে মিমাংসার কথা বললে গত সোমবার তানিয়া তার বাবার বাড়িতে আসেন। এদিন রাত ৮টার দিকে জিডিটি দেখানোর জন্য তানিয়া বাড়ির পাশে চাচার বাড়িতে যাওয়ার সময় পথিমধ্যে জুয়েল ও তার সহযোগী অহিদুর তার ওপর এসিড নিক্ষেপ করে পালিয়ে যায়।
স্থানীয় ইউপি সদস্য আনোয়ার মোল্যা বলেন, জুয়েলের দাবি- তানিয়া ২ লাখ ৩০ হাজার টাকা পাবে। আর তানিয়া বলছে- সে জুয়েলের কাছে ১৫ লাখ টাকা পাবে। এ টাকার লেনদেন নিয়ে কয়েকবার গ্রাম্য সালিশ বিচারও হয়েছে। কিন্তু কোনো মীমাংসা হয়নি। সোমবার রাতে কে বা কারা তানিয়াকে এসিড মেরেছে তা জানি না।
নড়াইল থানার এসআই মো. শফি উদ্দিন বিকেলে জানান, এসিড বা কোনো দাহ্য পদার্থে তানিয়ার পিঠ ও নীচের অংশ পুড়ে গেছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
এ ব্যাপারে পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম বলেন, জিজ্ঞাসাবাদের জন্য ৩ জনকে আটক করা হয়েছে। বিষয়টি অধিকতর তদন্ত করা হচ্ছে।
মন্তব্য করুন