- সারাদেশ
- রাস্তায় সন্তান প্রসব, আশ্রয়কেন্দ্রে ঠাঁই হলো নবজাতকসহ প্রতিবন্ধী মায়ের
রাস্তায় সন্তান প্রসব, আশ্রয়কেন্দ্রে ঠাঁই হলো নবজাতকসহ প্রতিবন্ধী মায়ের

রাস্তায় সন্তান প্রসব করা প্রতিবন্ধী মায়ের ঠাঁই হয় গাজীপুর সমাজসেবা আশ্রয়কেন্দ্রে- সমকাল
কিশোরগঞ্জের বাজিতপুরে রাস্তায় সন্তান প্রসবকারী সেই মানসিক প্রতিবন্ধী মা ও তার সন্তানকে গাজীপুর সমাজসেবা আশ্রয়কেন্দ্রে স্থানান্তর করা হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানাজানি হলেও ওই নারীর পরিচয় ও তার সন্তানের জনকের সন্ধান পাওয়া যায়নি। পরে উপজেলা প্রশাসনের পরামর্শে বাজিতপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দু'জনকে মঙ্গলবার গাজীপুরে সমাজসেবা আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়।
মানসিক প্রতিবন্ধী ওই নারী গত ১১ আগস্ট বাজিতপুর উপজেলার বলিয়ার্দী ইউনিয়নের নোয়াহাটা গ্রামের রাস্তায় একটি পুত্রসন্তান প্রসব করেন। পরে সেখান থেকে এলাকাবাসী উদ্ধার করে মা ও নবজাতককে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জালাল উদ্দিন আহমেদ বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা ওই নারী ও তার সন্তানের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর নিয়েছেন।
জাতীয় সমাজসেবা বিভাগকে ওই নারীর উন্নত চিকিৎসা এবং তার সন্তানকে উপযুক্ত পরিবারে দত্তক দেওয়ার সুপারিশ করে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
মন্তব্য করুন