- সারাদেশ
- কিশোরগঞ্জের এমপি নূর মোহাম্মদ করোনায় আক্রান্ত
কিশোরগঞ্জের এমপি নূর মোহাম্মদ করোনায় আক্রান্ত

নূর মোহাম্মদ -ফাইল ছবি
করোনাভাইরাস সংক্রমণের শুরু থেকেই কিশোরগঞ্জ-২ আসনের দুই উপজেলা কটিয়াদী ও পাকুন্দিয়াবাসীর সেবায় নিবেদিত আছেন স্থানীয় সংসদ সদস্য নূর মোহাম্মদ। এলাকায় অবস্থান করে নিজ আসনের জনগণকে সেবা দেওয়া এই জনপ্রতিনিধিরও এখন করোনা পজিটিভ। শুক্রবার সাবেক এই আইজিপির কভিড শনাক্ত হয়ছে। বুধবার তিনি নমুনা দিয়েছিলেন।
এমপির ব্যক্তিগত সচিব মামুনুর রহমান জানান, করোনা শনাক্ত হওয়ার পর বর্তমানে তিনি চিকিৎসকের পরামর্শে বাড়িতেই আইসোলেশনে আছেন। তিনি বলেন, করোনাকালে গত ৬ মাসের মধ্যে পাঁচ মাসেরও বেশি সময় নির্বাচনী এলাকার জনগণের মাঝে আছেন সংসদ সদস্য নূর মোহাম্মদ। কটিয়াদী-পাকুন্দিয়ার বাজারঘাট থেকে শুরু বিভিন্ন এলাকায় গিয়ে তিনি মানুষের খোঁজখবর নিচ্ছেন। সরকারের সহায়তার পাশাপাশি নিজস্ব অর্থেও অসহায় মানুষকে সাহায্য করে যাচ্ছেন তিনি।
মামুনুর রহমান জানান, কয়েকদিন ধরে একটু অসুস্থবোধ করায় তিনি করোনা পরীক্ষা করান। করোনা সংক্রামক রোগ হওয়ায় আগামী কয়েকদিন কটিয়াদী-পাকুন্দিয়ায় বিভিন্ন কর্মসূচিতে যোগদান এবং নেতাকর্মীসহ সবার সঙ্গে সাক্ষাৎ থেকে বিরত থাকবেন তিনি।
মন্তব্য করুন