কি‌শোরগ‌ঞ্জের মিঠামইনে হাওরের ঘুর‌তে এসে বিদ্যুৎস্পৃষ্ট হ‌য়ে এক যুবক নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ৪ জন। শুক্রবার সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে মিঠামইন উপ‌জেলার হাসানপুর সেতু এলাকায় এই ঘটনা ঘ‌টে। 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জা‌কির রাব্বানী ঘটনার সত্যতা নি‌শ্চিত ক‌রে‌ছেন।

নিহত মাহমুদুল হাসান চৌধুরী (৩২) গাইবান্ধা জেলার পলাশবা‌ড়ি উপ‌জেলার না‌নিয়াপাড়া গ্রা‌মের হাজী আব্দুল মা‌লেক চৌধুরীর ছে‌লে। ‌তি‌নি প্রধানমন্ত্রীর কার্যাল‌য়ের এটুআই প্রক‌ল্পে দিনাজপু‌রের ফুলপুর কার্যাল‌য়ে সহকা‌রী প্রোগ্রামার হি‌সে‌বে কর্মরত ছি‌লেন।

আহতরা হলেন- ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টা‌রের বা‌সিন্দা আবুল খা‌য়ের নিজামীর ছে‌লে তান‌ভির খা‌য়ের (৩০), ঢাকার ম‌তি‌ঝিল এলাকার আমিনুল হ‌কের ছে‌লে শামসুল হক (৩৬) ও কু‌মিল্লার ম‌মিনুল হ‌কের ছে‌লে ফকরুল ইসলাম (২৮)। তাদের আশঙ্কাজনক অবস্থায় কি‌শোরগঞ্জ ২৫০ শয্যা জেনা‌রেল হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

আহত অন্যজন হলেন- নৌকার মা‌ঝি ‌কি‌শোরগ‌ঞ্জের ইটনা উপ‌জেলার পাঁচকাওনিয়া গ্রা‌মের মুস‌লিম খাঁর ছে‌লে আবুল কালাম‌। তাকে ক‌রিমগঞ্জ উপ‌জেলা স্বাস্থ্য কম‌প্লে‌ক্সে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে।

পু‌লিশ জানায়, ঢাকা থে‌কে ১৪/১৫ জন বন্ধু একসঙ্গে কি‌শোরগ‌ঞ্জের হাওরের পর্যটন এলাকায় ঘুর‌তে আসেন। ক‌রিমগঞ্জ উপ‌জেলার বা‌লি‌খোলা ঘাট থে‌কে এক‌টি ইঞ্জিনচা‌লিত নৌকায় ক‌রে তারা ইটনা, ‌মিঠামইন ও অষ্টগ্রা‌মের ওলও‌য়েদার সড়‌কে ঘু‌রতে যান। সেখান থে‌কে ফেরার প‌থে সন্ধ্যা সা‌ড়ে ৭টার দি‌কে মিঠামইন উপ‌জেলার হাসানপুর ব্রি‌জের কা‌ছে পা‌নির ওপর হে‌লে থাকা পল্লী বিদ্যু‌তের এক‌টি তা‌রের স্প‌র্শে পু‌রো নৌকা‌টি বিদ্যুতা‌য়িত হ‌য়ে প‌ড়ে। এতে ৫ জন আহত হয়। এদের ম‌ধ্যে হাসপাতা‌লে আনার পর রাত সা‌ড়ে ১০টার দি‌কে চি‌কিৎসাধীন অবস্থায় একজ‌নের মৃত্যু হয়।