সিলেটের বিশ্বনাথ নিজ রিকশার চাকার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া গেল শফিক মিয়া (৩৫) নামের এক চালকের লাশ। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

শুক্রবার রাত পৌনে ১২টার দিকে বিশ্বনাথ উপজেলা পরিষদের পার্শ্ববর্তী রাজনগর রোডের বাসিয়া তীরবর্তী এলাকা থেকে রিকশাসহ ওই চালকের লাশ উদ্ধার করা হয়।

শফিক মিয়া স্ত্রী ও দুই সন্তান নিয়ে রাজনগর রোডের নিয়ামত আলীর কলোনিতে থাকতেন। তার বাবা শহজাহান মিয়া পার্শ্ববর্তী শহাজিরগাঁও গ্রামে থাকেন। তাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জের সিংরাই থানার রফিকনগরে।

পুলিশের ধারণা, শুক্রবার রাত ৯টার দিকে বৃষ্টির সময় তাকে পরিকল্পিতভাবে হত্যার পর লাশ রিকশার সঙ্গে বেঁধে রেখে যায় দুর্বৃত্তরা। এ ঘটনায় নিহতের ছোটভাই রফিক আলী শনিবার সকালে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে বিশ্বনাথ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

বিশ্বনাথ থানার ওসি শামীম মুসা সমকালকে বলেন, প্রথমিক তদন্তে এটি একটি পরিকল্পিত হত্যা বলে মনে হচ্ছে।