যশোরের কেশবপুরে যন্ত্রপাতি, কাগজপত্রে ত্রুটি, বৈধতা এবং সেবার মান না থাকার দায়ে ৫টি ক্লিনিক ও প্যাথলজি সেন্টার বন্ধ করে দেওয়া হয়েছে। শনিবার যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীনের নেতৃত্বে একটি দল উপজেলা শহরে এ অভিযান পরিচালিত হয়।

এসব প্যাথলজি সেন্টার হলো- শহরের রাইজিং প্যাথলজি, আরিয়ান ডায়াগনস্টিক সেন্টার, হিরা ডায়াগনস্টিক সেন্টার, সাতবাড়িয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ও জিয়া ক্লিনিক। এ সময় যশোর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মীর আবু মাউদ, যশোর সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. নাসিম ফেরদৌস, কেশবপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমগীর হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।