বরিশালের গৌরনদীতে উদ্ধার হওয়া পাঁচটি ককটেল নিষ্ক্রিয় করেছে সেনবাহিনীর বোমা বিশেষজ্ঞ দল।

উপজেলার খাঞ্জাপুর গ্রামের সোবাহান মৃধার বাড়িতে মাটির নিচে পুঁতে রাখা ওই ককটেলগুলো উদ্ধারের পর শনিবার বিকেলে নিষ্ক্রিয় করা হয়।

গৌরনদী সার্কেলের সহকারী পুলিশ সুপার আ. রব হাওলাদার জানান, সোবাহান মৃধার বাড়ির বাথরুম সংলগ্ন মাটির নিচে বোমা পুঁতে রাখা হয়েছে- এমন তথ্য পেয়ে গত বৃহস্পতিবার বিকেল থেকে ওই এলাকা ঘিরে রাখা হয়।

তিনি জানান, সেনাবাহিনীর ২২ প্রকৌশল বিভাগের বোমা নিষ্ক্রিয় বিশেষজ্ঞ দলের ক্যাপ্টেন শাকিল আহমেদের নেতৃত্বে শনিবার দুপুরে অভিযান চালানো হয়। সেখান থেকে লালটেপ দিয়ে মোড়ানো পাঁচটি জর্দার কৌটা উদ্ধার করা হয়। কৌটার মধ্যে পাওয়া গেছে সালফার ও জালে ব্যবহৃত লোহার কাঠি। সেনাবাহিনীর বিশেষজ্ঞ দল সেগুলো নিষ্ক্রিয় করে শনিবার বিকেলে অভিযান শেষ করে।

গৌরনদী মডেল থানার ওসি গোলাম ছরোয়ার এসব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, ককটেল উদ্ধারের বিষয়ে তদন্ত চলছে। পরবর্তীতে আইগত ব্যবস্থা নেয়া হবে।