সুন্দরবনে বিষ দিয়ে মাছ ধরার সময় দুই ব্যক্তি আটক করেছে খুলনা জেলা গোয়েন্দা পুলিশ।

শুক্রবার রাত দেড়টার দিকে খুলনার কয়রা উপজেলার বাইনতলা খাশিটানা নদী থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- কয়রার আটিংহারা গ্রামের রাজ্জাক মোড়লের ছেলে মো. বারী মোড়ল (৩৫) ও আতিয়ার রহমানের ছেলে মো. আনিসুর রহমান (২২)।

আটক ব্যক্তিদের কাছ থেকে মাছ ধরার ছোট চারটি ডিঙ্গি নৌকা, সাতটি মাছ ধরার জাল, বিষ দিয়ে মারা প্রায় ৭০০ কেজি ছোট ও বড় চিংড়ি মাছ ও দুটি বিষের বোতল উদ্ধার করা হয়।

জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ সেখ কনি মিয়া জানান, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরেই বিষ দিয়ে মাছ শিকার করতো। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।