- সারাদেশ
- সালথায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫
সালথায় প্রতিপক্ষের হামলায় নিহত ১, আহত ৫

ফরিদপুরের সালথায় জমি নিয়ে বিরোধের জের ধরে প্রতিবেশির হামলায় জাহিদুল ইসলাম মোল্যা (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার সকালে উপজেলার কির্ত্তা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জাহিদুল মারা যান। তিনি উপজেলার আটঘর ইউনিয়নের কির্ত্তা গ্রামের কাওছার মোল্যার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কির্ত্তা গ্রামে জমিজমা নিয়ে প্রতিবেশি এলেম মোল্যা ও নুরুদ্দিন মোল্যা গংদের সাথে দীর্ঘদিন ধরে জাহিদুল ইসলামের বিরোধ চলে আসছে। এরই সূত্রধরে শুক্রবার সকালে নকুলহাটি বাজারে নুরুদ্দিন মোল্যার ছেলে শহীদুল ইসলামের সাথে জাহিদুল ইসলামের কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরে শহীদুল ইসলাম বাড়িতে এসে লোকজন নিয়ে জাহিদুল ইসলামের উপর হামলা চালায়। এসময় হামলা ঠেকাতে এসে ৫ জন আহত হয়। এর মধ্যে গুরুতর আহত জাহিদুলকে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। শুক্রবার রাত আনুমানিক ১১ টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জাহিদুল ইসলাম মারা যায়। নিহত জাহিদুল ইসলামের ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে। বাকি আহতদের ফরিদপুর সদর হাসপাতালে ভর্তি হয়েছে।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ সমকালকে বলেন, হামলার খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের চিকিৎসার জন্য দ্রুত হাসপাতালে পাঠানো হয়। এর মধ্যে গুরুতর আহত জাহিদুল চিকিৎসাধীন অবস্থায় ঢাকায় মারা যান। এ ঘটনার পরেই হামলাকারীরা পলাতক।
মন্তব্য করুন