সিলেট বিভাগে নতুন করে আরও ৫২ জনের করোনা শনাক্ত হয়েছে। শনিবার ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে ২৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ দিন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) ল্যাবেও ২৬ জনের করোনা শনাক্ত হয়। 

সিলেট বিভাগের চার জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ১০ হাজার ৬৯৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এতে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৮৭ জন। এই সময়ে সুস্থ ৬২ জনকে নিয়ে মোট করোনা জয়ীর সংখ্যা ৭ হাজার ৬০২ জন।

দুটি ল্যাব মিলে সিলেট জেলায় নতুন ৩০ জনের করোনা শনাক্ত হয়েছে। সিলেট জেলায় মোট ৫ হাজার ৬৪৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এদিন সুনামগঞ্জের ৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এই জেলায় মোট আক্রান্তের সংখ্যা এখন দুই হাজার ৩১ জন।

এছাড়া শনিবার হবিগঞ্জের ২ জন ও মৌলভীবাজারের ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত হবিগঞ্জে মোট এক হাজার ৫৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মৌলভীবাজারে মোট শনাক্ত হওয়া করোনা আক্রান্তের সংখ্যা এক হাজার ৪৮০ জন।

শাবির জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জিএম নুরনবী জুয়েল জানান, শনিবার তাদের ল্যাবে ১০৬ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সিলেট জেলার ৮ জন, সুনামগঞ্জের ৯ জন, হবিগঞ্জের ১ জন ও মৌলভীবাজারের ৮ জনের করোনা শনাক্ত হয়েছে। 

এদিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, ওসমানী মেডিকেল কলেজের ল্যাবে এদিন ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ২২ জনই সিলেট জেলার বাসিন্দা। এছাড়া হবিগঞ্জের একজন ও বাকি ৩ জন মৌলভীবাজারের বাসিন্দা।

স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান জানিয়েছেন, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে করোনা আক্রান্ত ১৩২ জন প্রতিষ্ঠানিক আইসোলেশনে আছেন।