- সারাদেশ
- দুর্গাপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণ, নিহত ১
দুর্গাপুরে ভাঙারির দোকানে বিস্ফোরণ, নিহত ১

নেত্রকোনার দুর্গাপুরে একটি ভাঙারির দোকানে বিস্ফোরণে সবুজ মিয়া (৪০) নামে একজন নিহত হয়েছেন।
রোববার রাত সাড়ে ১০টার দিকে পৌরসভার শিবগঞ্জ বাজার এলাকায় মজিদ মার্কেটে কাঞ্চন মিয়ার ভাঙারির দোকানে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। এসময় নাহিদ মিয়া (২৫) নামে একজন আহত হয়েছেন।
নিহত সবুজ মিয়া উপজেলার চলিতাপাড়া গ্রামের মৃত ইয়াদ আলীর ছেলে। তিনি পেশায় একজন অটোমেকানিক ছিলেন। গুরুতর আহত নাহিদ পৌর শহরের খুজিউড়া এলাকার কাঞ্চন মিয়ার ছেলে। সবুজ মিয়া ও দোকান মালিক কাঞ্চন মিয়া একে অপরের আত্মীয়।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, চলিতাপাড়া গ্রামের কাঞ্চন মিয়া একই উপজেলার কাকড়াকান্দা গ্রামের মজিদ মিয়ার দোকান ভাড়া নিয়ে ভাঙারির ব্যবসা করছিলেন। রোববার রাত সাড়ে ১০টার দিকে কাঞ্চনের ছেলে নাহিদ ও সবুজ মিয়া দোকানে ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ঘরটির টিনের চাল উড়ে যায়। এ সময় সবুজ মিয়া ঘটনাস্থলেই মারা যান। আর নাহিদ গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানটি ঘিরে রাখে।
স্থানীয় লোকজন ও পুলিশ আহত নাহিদকে উদ্ধার করে দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ওই রাতেই তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কি কারণে বিস্ফোরণ ঘটেছে তা এখনও স্পষ্ট করে কেউ বলতে না পারলেও পুলিশ ও এলাকাবাসীর প্রাথমিক ধারণা, দোকানে পুরনো ব্যাটারি থেকে বিস্ফোরণ ঘটতে পারে।
এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি মো. শাহ নুর এ আলম বলেন, ভাঙারির দোকানে ইজিবাইক ও অটোরিকশার অনেকগুলো ব্যাটারি রয়েছে। কিভাবে বিস্ফোরণ ঘটেছে তা আমরা স্পষ্ট নই। স্থানটি ঘিরে রাখা হয়েছে। বিষয়টি নিয়ে তদন্ত চলছে। বিস্ফোরক বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে। তারা আসলে প্রকৃত তথ্য জানা যাবে।
তিনি জানান, সবুজ মিয়ার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। আহত নাহিদের শরীরের প্রায় ২৫ শতাংশ ঝলসে গেছে।
মন্তব্য করুন