- সারাদেশ
- দিনাজপুরে ক্ষেতের পানিতে শিশুর মৃত্যু
দিনাজপুরে ক্ষেতের পানিতে শিশুর মৃত্যু

নিহত ইমনের স্বজনদের আহাজারি- সমকাল
দিনাজপুরের ফুলবাড়ীতে ধান ক্ষেতের পানিতে ডুবে ইমন (৮) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর এলাকার উত্তর সুজাপুর রাজবংশিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
শিশু ইমন গ্রামের রিকশা চালক আনিছুর রহমানের ছেলে।
পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সকাল ১০টায় ইমন তার মায়ের সঙ্গে বাড়ির পাশের বাগানে পাতা কুড়াতে যায়। তার মা পাতা কুড়াতে ব্যস্ত হয়ে পড়লে সে দুই সঙ্গীর সঙ্গে খেলতে যায়। খেলতে খেলতে ক্ষেতের পানিতে নামে ইমনসহ তার দুই সঙ্গী। এক সময় ইমন ডুবে গেলে তার দুই সঙ্গী চিৎকার শুরু করে। চিৎকার শুনে লোকজন ছুটে এসে ইমনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফখরুল ইসলাম বলেন, ইমনের মৃত্যুর ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
মন্তব্য করুন