কিশোরগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে অ্যাডভোকেট ইমাম হোসেন মিল্কি (৮০) নামে এক জ্যেষ্ঠ আইনজীবী মারা গেছেন। 

রোববার বিকেলে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

ইমাম হোসেন মিল্কির বড় ছেলে সাজ্জাদ হোসেন মিল্কি এ তথ্য জানিয়েছেন। 

অ্যাডভোকেট ইমাম হোসেন মিল্কি জেলা শহরের আলোরমেলার পুরাতন কোর্ট এলাকার বাসিন্দা।

মিল্কির পারিবারিক সূত্রে জানা গেছে, গত ১৯ আগস্ট নমুনা পরীক্ষায় তার কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হয়। গত শনিবার ডায়াবেটিস ও কিডনি জটিলতাসহ জ্বর নিয়ে ইমাম হোসেন মিল্কিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। রোববার সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।