- সারাদেশ
- আইনজীবী সেজে রতনের ২৫ বছর প্রতারণা
আটকের পর চট্টগ্রাম আইনজীবী সমিতির মামলা
আইনজীবী সেজে রতনের ২৫ বছর প্রতারণা

রতন কুমার দাশ
এক দুই বছর নয়, ২৫ বছর চট্টগ্রাম আদালতে আইনজীবী হিসেবে কাজ করেছেন রতন কুমার দাশ নামে এক ব্যক্তি। আইনজীবী হিসেবে পরিচিতি নম্বর ব্যবহার করতেন ৭১৪। যদিও এই ৭১৪ পরিচিতি নম্বর রতন কান্তি নাথ নামে আরেকজন আইনজীবীর। এই প্রতারক অনেক সময় নিজেকে একটি মানবাধিকার সংগঠনের চেয়ারম্যান হিসেবেও পরিচয় দিতেন। আইন কণ্ঠ নামে একটি পত্রিকায় কাজ করেন বলেও প্রচার করতেন। আইন সেবা নিতে আসা মানুষকে প্রতারিত করতেন। নিজেকে আইনজীবী হিসেবে তুলে ধরে ছাপিয়েছেন ভিজিটিং কার্ডও। দীর্ঘদিন আইনজীবী ভবন এনএক্স ওয়ানের ৭১২ নম্বর চেম্বারে বসে চালিয়ে গেছেন কাজকর্ম। সাধারণ আইনজীবীরা তাকে সিনিয়র আইনজীবী হিসেবে সম্মান করতেন।
বিধিবাম! অবশেষে প্রতারণায় ধরা পড়ে গেলেন তিনি। তার ঠিকানা হলো হাজতখানা। সোমবার চট্টগ্রাম আইনজীবী সমিতির 'টাউট উচ্ছেদ কমিটি' এই প্রতারককে আটক করেছেন।
এ প্রসঙ্গে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল হোসেন মোহাম্মদ জিয়া উদ্দিন সমকালকে বলেন, প্রায় ২৫ বছর যাবত চট্টগ্রাম আদালত অঙ্গনে নিজেকে আইনজীবী পরিচয় দিয়ে প্রতারণা করে আসা রতন কুমার দাশ নামে একজন টাউটকে আটক করেছি আমরা। সমিতির এজিএস বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় প্রতারণা মামলা দায়ের করেছেন। সমিতির টাউট উচ্ছেদ কমিটি তাকে সোমবার আটক করার পর প্রতারণার বিষয়টি সামনে আসে।
মন্তব্য করুন