- সারাদেশ
- প্রেমিকাকে বিয়ের জন্য ডেকে ৬ জন মিলে ধর্ষণ
প্রেমিকাকে বিয়ের জন্য ডেকে ৬ জন মিলে ধর্ষণ

প্রতীকী ছবি
বান্দবানের লামায় বিয়ের প্রলোভন দিয়ে বাগানে ডেকে নিয়ে এক ত্রিপুরা যুবতীকে (২৫) প্রেমিকসহ ৬ জন মিলে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার আজিজনগর ইউনিয়নের দুর্গম পাহাড়ি পূর্বচাম্বী এলাকার গরুরলোড়াস্থ ক্লিপটন গ্রুপের বাগানের পাশে একটি খামার বাড়িতে এ ঘটনা ঘটে।
শুধু তাই নয়, এ সময় নির্যাতিতার কাছ থেকে নগদ ৩০ হাজার টাকাও কৌশলে নিয়ে পালিয়ে যায় প্রেমিক নুরুল হুদা (২৭)। অভিযুক্ত নুরুল হুদা উপজেলার সরই ইউনিয়নের পুইট্টা পাড়ার বাসিন্দা মৃত ইসহাকের ছেলে। ওই যুবতীর বাড়ি বান্দরবান সদর উপজেলার মিলনছড়ি ইউনিয়নে বলে জানা গেছে। এ ঘটনায় নির্যাতিতা বাদি হয়ে সোমবার সকালে প্রেমিক নুরুল হুদাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
মামলার অভিযোগে জানা যায়, বেশ কয়েকদিন আগে মোবাইলের মাধ্যমে ওই যুবতীর সঙ্গে নুরুল হুদার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে উভয়ের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। যুবতীকে বিয়ের আশ্বাসও দেয় নুরুল হুদা। এক পর্যায়ে নুরুল হুদার কথামতে রোববার বিকালে ওই যুবতী আজিজনগর ইউনিয়নস্থ ক্লিপটন গ্রুপের বাগানের পাশে গেলে ৬ জন মিলে তাকে ধর্ষণ করে। পরে নির্যাতিতার ব্যাগে থাকা নগদ ৩০ হাজার টাকাও নিয়ে পালিয়ে যায় নুরুল হুদা ও অপর ৫ জন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুর রহমান বলেন, গণধর্ষণের ঘটনায় নির্যাতীতা বাদি হয়ে থানায় ৬ জনের বিরুদ্ধে মামলা করেছেন। দ্রুত অভিযুক্তদের ধরতে অভিযান চলছে।
মন্তব্য করুন