- সারাদেশ
- সাঁথিয়ায় নাশকতার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার
সাঁথিয়ায় নাশকতার অভিযোগে জামায়াত নেতা গ্রেপ্তার

মোখলেছুর রহমান
পাবনার সাঁথিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জামায়াতের রোকন মাওলানা মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার বেলা ২টায় সাঁথিয়া উপজেলার ধুলাউড়ী গ্রাম থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে। নাশকতামূলক তৎপরতা চালানোর অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, গত ১৮ জুলাই সাঁথিয়া উপজেলা সদরের একটি প্রাইভেট স্কুলে জামায়াত নেতারা সরকারবিরোধী একটি গোপন বৈঠক করছিলেন। খবর পেয়ে সেদিন ঘটনাস্থল থেকে চারজনকে আটক করা হয়। সেদিনের দায়েরকৃত মামলায় (মামলা নং ১৩) সাবেক উপজেলা চেয়ারম্যান মোখলেছুর রহমানকে গ্রেপ্তার করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই একরামুল হক জানান, ধুলাউড়ী ফাঁড়ি পুলিশের সহযোগিতায় সোমবার বেলা ২টার দিকে ধুলাউড়ী গ্রামে নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে নিয়ে ওই মামলায় মোট ৭ জনকে গ্রেপ্তার করা হলো।
ধুল্উড়ী গ্রামের মৃত সিরাজুল হক ফকিরের ছোট ছেলে মাওলানা মোখলেছুর রহমান ধুলাউড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের ধর্মের শিক্ষক। ২০০২ সালে জামায়াত সমর্থিত প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে ধুলাউড়ী ইউনিয়নের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন তিনি। ২০০৮ সালে মেয়াদ শেষ হলে তিনি আবার শিক্ষকতা শুরু করেন। ২০১৪ সালে জামায়াতের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সাঁথিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৯ সালে মেয়াদ শেষ হওয়ার পর তিনি আবার শিক্ষকতায় ফেরেন।
মন্তব্য করুন