- সারাদেশ
- চিনির সঙ্গে রং-ফিটকারি মিশিয়ে তৈরি হচ্ছে গুড়
চিনির সঙ্গে রং-ফিটকারি মিশিয়ে তৈরি হচ্ছে গুড়

উদ্ধারকৃত ভেজাল গুড় -সমকাল
নাটোরের লালপুরে ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে মালিক জহুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। তিনি উপজেলার ওয়ালিয়া গ্রামের দিনার আলীর ছেলে।
সোমবার দুপুরে উপজেলার ওয়ালিয়া গ্রামে জহুরুলের ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালিয়ে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতির ভ্রাম্যমাণ আদালত।
র্যাব জানায়, দুপুরে র্যাব-৫, সিপিসি-২ নাটোর ক্যাম্পের একটি দল লালপুরের ওয়ালিয়া গ্রামের জহুরুলের ভেজাল গুড় তৈরি কারখানায় অভিযান চালায়। এসময় ভেজাল গুড়, রং, চিনি, ফিটকারি ও হাইড্রোজসহ কারখানা মালিক জহুরুলকে আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মুল বানীন দ্যুতি ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৪২ ধারায় জহুরুল ইসলামকে এক লাখ টাকা জরিমান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মুল বানীন দ্যুতি বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন