- সারাদেশ
- মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বিক্ষোভ
মোশতাকের সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে বিক্ষোভ

বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দি থেকে অপসারণ, তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে সোমবার মোশতাকের বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে- সমকাল
বঙ্গবন্ধুর খুনি খন্দকার মোশতাকের বাড়ি দাউদকান্দি থেকে অপসারণ, তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্তের দাবিতে সোমবার মোশতাকের বাড়ির সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ হয়েছে। উপজেলা আওয়ামী যুবলীগ এ কর্মসূচির আয়োজন করে। এ সময় মোশতাকের প্রতিকৃতিতে ঘৃণা প্রদর্শন, কঙ্কর/পাদুকা নিক্ষেপ করেন নেতাকর্মীরা।
পরে বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি অ্যাডভোকেট আহসান হাবিব চৌধুরী লিল মিয়া, মহিলা আওয়ামী লীগের সভাপতি জেবুনেসা জেবু, সাধারণ সম্পাদক লায়লা হাসান প্রমুখ।
মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন বলেন, বঙ্গবন্ধু হত্যার অন্যতম ষড়যন্ত্রকারী খন্দকার মোশতাক এটা আজ প্রমাণিত সত্য। আর পর্দার আড়ালে থেকে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের সব পরিকল্পনা বাস্তবায়ন করেছেন জিয়াউর রহমান। কমিশন গঠন করে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের অন্তরালের কুশীলবদের খুঁজে বের করে বিচারের আওতায় আনার দাবি জানান তিনি।
মেজর (অব.) মোহাম্মদ আলী সুমন আরও বলেন, খুনি মোশতাকের অপরাধের দায় দাউদকান্দিবাসী তথা কুমিল্লাবাসী নেবে না। মোশতাক দাউদকান্দির সন্তান নয়। তার বাবা নড়াইল থেকে দশপাড়ায় বসতি গড়েছে। আমরা কলঙ্কের দাগ মুছে ফেলতে চাই। তার বাড়ি এখান থেকে অপসারণ ও তার স্থাবর-অস্থাবর সম্পত্তি বাজেয়াপ্ত করার দাবি জানাই।
মন্তব্য করুন