- সারাদেশ
- সপরিবারে করোনায় আক্রান্ত খুলনার পুলিশ সুপার
সপরিবারে করোনায় আক্রান্ত খুলনার পুলিশ সুপার

প্রতীকী ছবি
খুলনা জেলা পুলিশ সুপার এসএম শফিউল্লাহ সপরিবারে করোনায় আক্রান্ত হয়েছেন। দুই দিন খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার সকালে তিনি বাড়ি ফিরেছেন। তার শারীরিক অবস্থা এখন তুলনামূলক ভালো।
জেলা পুলিশ সুপার কার্যালয় ও খুমেক হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৬ আগস্ট পুলিশ সুপার এসএম শফিউল্লাহ, তার মা, স্ত্রী ও দুই সন্তানের করোনা পজিটিভ শনাক্ত হয়। এরপর থেকে তারা বাসায় আইসোলেশনে ছিলেন। এর মধ্যে শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় গত শনিবার বিকেলে পুলিশ সুপারকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
খুমেক হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. শহীদুল ইসলাম মুকুল জানান, পুলিশ সুপারের শারীরিক অবস্থা এখন আগের তুলনায় ভালো। সোমবার সকালে তিনি বাসায় ফিরে গেছেন। সেখানেই চিকিৎসা নিচ্ছেন। পরিবারের অন্য সদস্যদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
মন্তব্য করুন