বাবাকে খুন করে মরদেহ গুম
জবানবন্দি শেষে কারাগারে ছোট ছেলে জাহাঙ্গীর

ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৬:৩৩ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ১৬:৩৩
চট্টগ্রামে সম্পত্তি লিখে না দেওয়ায় হাসান আলী নামে এক ব্যক্তিকে হত্যার পর টুকরা টুকরা করে মরদেহ গুমের মামলায় তাঁর ছোট ছেলে শফিকুর রহমান জাহাঙ্গীর স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদ্দাম হোসেনের আদালত জবানবন্দি রেকর্ড করেন। ৩ অক্টোবর একই আদালতে জাহাঙ্গীরের স্ত্রী আনারকলি জবানবন্দি দেয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা ইলিয়াস খান বলেন, হাসান আলী হত্যায় জড়িত তাঁর ছেলেকে ঢাকার হাজারীবাগ এলাকা থেকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। শনিবার আদালতে হাজির করলে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় সে। পরে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
২৩ সেপ্টেম্বর নগরের ইপিজেড থানার আকমল আলী সড়ক এলাকায় একটি বস্তা থেকে হাসানের শরীরের খণ্ডিত অংশ উদ্ধার করা হয়। মরদেহের আঙুলের ছাপ নিয়ে তাঁর পরিচয় শনাক্ত করে পিবিআই। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাঁর স্ত্রী ছেনোয়ারা বেগম, ছেলে মোস্তাফিজুর রহমান ও জাহাঙ্গীরের স্ত্রী আনারকলিকে গ্রেপ্তার করা হয়। ২১ সেপ্টেম্বর রাতে লাগেজের ভেতর থেকে মরদেহের হাত-পা ও আঙুলের আট টুকরা খণ্ডিত অংশ উদ্ধার করে পতেঙ্গা থানা পুলিশ। পুলিশ বাদী হয়ে থানায় অজ্ঞাতদের বিরুদ্ধে হত্যা মামলা করে।