মহাসড়কে অবৈধ পার্কিং, দুর্ঘটনার শঙ্কা

চুনারুঘাটের নতুন ব্রিজ এলাকায় মহাসড়কে পার্ক করা গাড়ি সমকাল
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ১৮:০০
ঢাকা-সিলেট মহাসড়কের চুনারুঘাট উপজেলার নতুন ব্রিজ অংশ যেন মরণফাঁদে পরিণত হয়েছে। মহাসড়কে ইচ্ছেমতো গাড়ি দাঁড় করিয়ে যাত্রী ওঠানামা ও পণ্য লোড-আনলোড করায় চুনারুঘাট অংশে প্রায় প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে।
সরেজমিনে দেখা যায়, নতুন ব্রিজের গোলচক্কর থেকে পূর্বদিকে ঢাকা-সিলেট মহাসড়কের কয়েকশ মিটার এলাকায় ট্রাক পার্ক করে পণ্য লোড-আনলোড চলছে। ফলে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে চলছে হাজারো যানবাহন। এ ছাড়া যানজট সৃষ্টি হওয়ায় ভোগান্তি পোহাতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের।
চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদুল হক জানান, ঢাকা-সিলেট মহাসড়ক দেখভাল করার দায়িত্ব শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের। গাড়িচালকদের থেকে মাসোহারা নেওয়ার বিষয়টি অস্বীকার করে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাঈনুল ইসলাম বলেন, মহাসড়কে গাড়ি পার্ক না করার জন্য চালকদের বলা হয়েছে। তারা শুনছেন না। এ বিষয়ে অভিযানও পরিচালনা করা হয়েছে। হাইওয়ে পুলিশের সিলেট রিজিওনের পুলিশ সুপার শহীদ উলল্যাহ বলেন, হাইওয়ে পুলিশের দুর্নীতি, চাঁদাবাজি বরদাস্ত করা হবে না। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- মহাসড়কে অবৈধ পার্কিং
- দুর্ঘটনার শঙ্কা