কর্ণফুলীতে মিলল খালাসির লাশ, পরিবারের দাবি হত্যা

চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩ | ২২:৩৭ | আপডেট: ১০ অক্টোবর ২০২৩ | ২২:৩৭
চট্টগ্রামে এমভি তরিবুল নাজাত-৩ জাহাজ থেকে কর্ণফুলী নদীতে লাফ দিয়ে নিখোঁজ খালাসি শ্রমিক ফজলুল করিম শাকিলের লাশ উদ্ধার করা হয়েছে।
গতকাল মঙ্গলবার নদীসংলগ্ন শিকলবাহা খালে কালারপোল সেতুর নিচ থেকে লাশটি উদ্ধার করে নৌ পুলিশ।
শাকিলের বাড়ি চট্টগ্রামের মিরসরাইয়ে। তাঁর ভগ্নিপতি বেলায়েত হোসেন বলেন, ‘শাকিলের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। রক্তাক্ত অবস্থায় লাশ উদ্ধার করা হয়েছে। জাহাজের নিরাপত্তাকর্মীরা চুরির অপবাদ দিয়ে মারধর করে হত্যার পর নদীতে লাশ ফেলে দিয়েছে। আমরা সঠিক তদন্ত ও জড়িতদের বিচার চাই।’
তবে জাহাজের নিরাপত্তাকর্মীরা জানিয়েছেন, জাহাজ থেকে চিনি চুরি করে বিক্রির অভিযোগে আটক করতে গেলে ১০-১২ খালাসি নদীতে লাফ দেন। শাকিল ছাড়া বাকিরা নিরাপদে ফিরে আসেন।
নৌ পুলিশের সদরঘাট থানার ওসি একরাম উল্লাহ বলেন, লাইটার জাহাজটি ভাড়ায় এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চিনি পরিবহন করে। রোববার রাতে জাহাজ থেকে ৩৫ বস্তা চিনি চুরি করে বিক্রির অভিযোগে কয়েকজন খালাসিকে আটক করেন জাহাজের নিরাপত্তাকর্মীরা।
এ সময় ১০-১২ খালাসি নদীতে লাফ দেন। তাদের মধ্যে শাকিল নিখোঁজ ছিলেন। উদ্ধারের পর লাশের ময়নাতদন্ত হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে জানান তিনি।
এদিকে, সোমবার এস আলম সুগার রিফাইন্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নিরাপত্তা কর্মকর্তা মো. নুরুচ্ছাফা বাকলিয়া থানায় ৩৫ বস্তা চিনি চুরির অভিযোগে শাকিলসহ সাতজনের নামে মামলা করেন। গতকাল পাঁচ শ্রমিককে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।