- সারাদেশ
- পাবনায় হলুদ ক্ষেতে মিলল নিখোঁজে নারীর হাত-পা বাঁধা লাশ
পাবনায় হলুদ ক্ষেতে মিলল নিখোঁজে নারীর হাত-পা বাঁধা লাশ

পাবনার আটঘরিয়ায় নিখোঁজের চারদিন পর বাড়ির পাশের হলুদ ক্ষেত থেকে রাজন খাতুন (৪১) নামের এক নারীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১২টার দিকে গোপালপুর গ্রামের একটি হলুদ ক্ষেত থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত রাজন খাতুন আটঘরিয়া উপজেলার একদন্ত ইউনিয়নের গোপালপুর গ্রামের মৃত মুন্না আলীর স্ত্রী।
আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিক জানান, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে গোপালপুর গ্রামের হলুদ ক্ষেতে থেকে হাত-পা বাঁধা লাশটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, গত মঙ্গলবার রাত ৮টার দিকে বাড়ি থেকে নিখোঁজ হন রাজন খাতুন। সকালে তার লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে জানায়। ধারণা করা হচ্ছে, পূর্বপরিকল্পিতভাবে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে শ্বাসরোধে হত্যার পর লাশটি ওই ক্ষেতে ফেলে গেছে দুর্বৃত্তরা।
মন্তব্য করুন