- সারাদেশ
- বঙ্গবন্ধুর সমাধিতে ২ বিচারপতির শ্রদ্ধা
বঙ্গবন্ধুর সমাধিতে ২ বিচারপতির শ্রদ্ধা

বঙ্গবন্ধুর সমাধিতে শুক্রবার শ্রদ্ধা জ্ঞাপন করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান- সমকাল
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের নবনিযুক্ত বিচারপতি তারিক উল হাকিম ও বিচারপতি ওবায়দুল হাসান।
শুক্রবার তারা টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। পরে তারা পবিত্র ফাতেহা পাঠ, বঙ্গবন্ধুসহ পঁচাত্তরের ১৫ আগস্টের শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এ সময় সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার আখতারুজ্জামান ভূঁইয়া, গোপালগঞ্জ জেলা ও দায়রা জজ অমিত কুমার দে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শাহাদাত হোসেন ভূঁইয়া, টুঙ্গিপাড়া উপজেলা চেয়ারম্যান সোলায়মান বিশ্বাস, উপজেলা নির্বাহী কর্মকর্তা নাকিব হাসান তরফদার প্রমুখ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন