নাটোরের বাগাতিপাড়ায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দিগন্ত টেলিভিশনের সংবাদ পাঠক আব্দুর রউফের বাবা শতবর্ষী মতিউর রহমান মারা গেছেন।

শুক্রবার সকাল ৯টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শতবর্ষী মতিউর রহমান বাগাতিপাড়া উপজেলার কাঁকফো গ্রামের মৃত দরদুজ্জামানের ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, ১০/১২ দিন আগে জ্বর, সর্দি-কাশি নিয়ে মতিউর রহমান বাগাতিপাড়া থেকে ঢাকায় হাসপাতালে চিকিৎসার জন্য যান। সেখানে নমুনা দেয়ার পর তার করোনা পজেটিভ রেজাল্ট আসে। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৯টায় তার মৃত্যু হয়।

বাগাতিপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবুর রহমান করোনায় আক্রান্ত হয়ে শতবর্ষী মতিউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার ফরিদুজ্জামান জানান, ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মতিউর রহমানের মৃত্যুর খবর পেয়েছেন। মৃতের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন সম্পূর্ণ করতে বলা হয়েছে। এটি বাগাতিপাড়া উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে প্রথম মৃত্যু।