- সারাদেশ
- অপহরণ করে চাঁদা দাবি, চট্টগ্রামে ৬ কিশোর গ্রেপ্তার
অপহরণ করে চাঁদা দাবি, চট্টগ্রামে ৬ কিশোর গ্রেপ্তার

চট্টগ্রামে এক ব্যক্তিকে অপহরণ করে চাঁদা দাবির অভিযোগে ছয় কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে নগরের কোতোয়ালি থানার ব্রিকফিল্ড রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করা হয়েছে।
কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসীন জানান, পেয়ার আহাম্মদ নামে এক ব্যক্তিকে নিউ মার্কেট এলাকা থেকে তুলে নিয়ে যায় ওই ছয় কিশোর। তাকে ব্রিকফিল্ড রোডের একটি পরিত্যক্ত জায়গায় আটকে রেখে চাঁদা দাবি করে। টাকার জন্য ওই ব্যক্তির পরিবারের কাছে ফোন দিতে বলে তারা। তিনি ফোন না দিলে মারধর করে তার কাছে থাকা মোবাইল ফোন ছিনিয়ে নেয়। বিষয়টি টহল পুলিশের নজরে এলে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ছয় কিশোরকে গ্রেপ্তার করা হয়।
মন্তব্য করুন