- সারাদেশ
- ধামরাইয়ে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত
ধামরাইয়ে ট্রাকচাপায় নারী শ্রমিক নিহত

ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় ফরিদা আক্তার (২৫) নামে এক পোশাক কারখানার শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকালে ঢাকা-আরিচা মহাসড়কের ধামরাইয়ের ঢুলিভিটা বাসস্ট্যান্ডে রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ফরিদা পটুয়াখালী সদর থানার খাসেরহাট এলাকার আনোয়ার হোসেনের স্ত্রী। তিনি ধামরাইয়ে ভাড়া বাসায় থেকে পোশাক কারখানায় চাকরি করতেন।
ধামরাই থানার ওসি দীপক চন্দ্র সাহা বলেন, ঢুলিভিটায় রাস্তা পার হওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটকের চেষ্টা চলছে।
মন্তব্য করুন