লক্ষ্মীপুরের কমলনগরে এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় আক্তার হোসেন রিয়াজ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার চরজাঙ্গালীয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রিয়াজ উপজেলার চরজগবন্ধু এলাকার আব্দুল মোতালেবের ছেলে।

পুলিশ জানায়, রিয়াজ বিভিন্ন প্রলোভন দেখিয়ে উপজেলার চরজাঙ্গালীয়া এলাকার এক কিশোরীকে একাধিকবার ধর্ষণ করে। এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে ৯ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে রিয়াজকে গ্রেপ্তার করে। আসামি রিয়াজ ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।  

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ নুরুল আবছার জানান, গ্রেপ্তার রিয়াজকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।