- সারাদেশ
- উলিপুরে অবৈধভাবে ঘর তোলার প্রতিবাদ করায় হামলা, আহত ২
উলিপুরে অবৈধভাবে ঘর তোলার প্রতিবাদ করায় হামলা, আহত ২

হামলায় আহত হোসেন আলী-সংগৃহীত ছবি
কুড়িগ্রামের উলিপুরে রেলওয়ের লিজকৃত জমিতে অবৈধভাবে ঘর তোলার প্রতিবাদ করায় একটি গ্রুপের সশস্ত্র হামলায় দুইজন আহত হয়েছেন।
বুধবার দুপুরে উলিপুরের খামার ঢেঁকিয়ারাম এলাকায় এ ঘটনা ঘটে। আহতরা হলেন-রেলওয়ে কর্তৃপক্ষের কাছ থেকে জমি লিজ নেওয়া মো. বদিয়জ্জামান সরকার এবং তার ভাতিজা হোসেন আলী। তারা উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।
এ ঘটনায় উলিপুর থানায় একটি মামলা হয়েছে। আসামিদের মধ্যে রয়েছেন-মো. লতিফ, আশরাফুল ইসলাম, আব্দুল কুদ্দুস, নুরুজ্জামান, খবির উদ্দীনসহ আরও কয়েকজন।
উলিপুর থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন সমকালকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এ ঘটনায় একটি মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারে তৎপরতা শুরু করেছি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মো. বদিয়জ্জামান সরকার তার মালিকানাধানী বাড়ির সামনের পুকুর পাড়ের ৪ শতাংশ জমি দীর্ঘদিন ধরে লিজ সূত্রে ভোগদখল করে আসছেন। তবে সম্প্রতি সেখানে জোর করে ঘর তোলার চেষ্টা করেন ওই ব্যক্তিরা। তার প্রতিবাদ জানালে বুধবার লতিফ, আশরাফুল ও কুদ্দুসসহ কয়েকজন জড়ো হয়ে সশস্ত্র হামলা চালায়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন আহতরা। হাসপাতালে রেখে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
মন্তব্য করুন