খুলনা বিশ্বাবিদ্যালয়ের শিক্ষার্থীদের অনলাইন ক্লাসের জন্য স্বল্পমূল্যে ইন্টারনেট সুবিধা দেবে গ্রামীনফোন। এ বিষয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে জিপির আলোচনা হয়েছে। এ সুবিধা পেতে খুবি শিক্ষার্থীদের দশ টাকায় জিপি সিম কিনতে হবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার (ভারপ্রাপ্ত) খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ফায়েক উজ্জামান বলেন, 'শিক্ষক-শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে গ্রামীনফোনের সঙ্গে স্বল্পমূল্যের ইন্টারনেটের ব্যাপারে আলোচনা হয়েছে। টেলিটকের পাশাপাশি গ্রামীনফোনের এই উদ্যোগ বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।'

ওই সিম ব্যবহারকারীরা ২২৫ টাকায় ত্রিশ দিন মেয়াদে ৩০ জিবি ডাটা ব্যবহার করতে পারবেন। এই ডাটা একাডেমিক কাজে ব্যবহার করা যাবে। তবে এই সিমের মাধ্যমে সরাসরি ডায়াল করে কথা বলা যাবে না।

এই সিম কিনতে শিক্ষার্থীদের ন্যাশনাল আইডি কার্ড/জন্ম নিবন্ধনের স্ক্যান কপিসহ আগামী ২৪ তারিখের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে আপলোড করা গুগল ডক ফরম পূরণ করে অনলাইনে জমা দিতে হবে।