সুনামগঞ্জের ধর্মপাশায় গুমাই নদী থেকে এক নৌ শ্রমিকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে গুমাই নদীর টুকের বাজার এলাকা থেকে ওই মৃতদেহ উদ্ধার করে মধ্যনগর থানা পুলিশ।

নিহত হারুন শিকদার (৩৯) পিরোজপুরের ইন্দুরখানি থানার কলারন গ্রামের আবুল শিকদারের ছেলে।

মধ্যনগর থানার ওসি মো. আবদুল্লাহ আল মামুন জানান, হারুন শিকদার বাল্কহেড ট্রলারের একজন শ্রমিক। তিনি ট্রলারে রান্নার কাজ করতেন।গত সোমবার নেত্রকোনার দুর্গাপুর থেকে তাদের মালবাহী বাল্কহেড ট্রলারে করে ঢাকা উদ্দেশে যাত্রা করেছিল। পথে কোনো এক সময় ধর্মপাশা উপজেলার হলদির হাওরে পানিতে পড়ে নিখোঁজ হন তিনি।

তিনি জানান, পরে বুধবার সন্ধ্যায় একটি মৃতদেহ গুমাই নদীর মধ্যনগরের টুকের বাজার একালায় ভেসে উঠলে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে মধ্যনগর থানা পুলিশ রাত সাড়ে নয়টার দিকে হারুন শিকদারের মরদেহ উদ্ধার করে।

ওসি আরো জানান, হারুন শিকদারের স্বজনেরা মৃতদেহ শনাক্ত করেছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।