ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে পলিথিনে মোড়ানো অবস্থায় এক মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে উপজেলার গোলচত্তরের পাশে ঢাকা-সিলেট মহাসড়কে সিএনজি স্টেশনের পিছনের ময়লার স্তূপ থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

মরদেহটি ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহে পচন ও পোকা ধরায় এটি ২-৩ দিন আগে কেউ ফেলে গেছে বলে ধারণা করছে পুলিশ। এ ব্যাপারে আশুগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

স্থানীয় লোকজন জানায়, বৃহস্পতিবার সকাল থেকে সিএনজি চালকরা পঁচা দুর্গন্ধ পাচ্ছিলেন। পরে তারা পলিথিনে মোড়ানো কিন্তু পা বের হওয়া অবস্থায় একটি মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠায়। স্থানীয়দের ধারনা, লাশটি কোন ক্লিনিক বা বাসা বাড়ি থেকে কেউ ফেলে গেছে।

আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. জাবেদ মাহমুদ বলেন, ময়নাতদন্তে শিশুটির প্রকৃত বয়স ও মৃত্যুর কারণ জানা যাবে। কে বা কারা লাশটি ফেলে গেছে এবং নবজাতকের পরিচয় জানতে পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।