পাবনা সদর উপজেলার টেবুনিয়া রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে নববিবাহিত এক যুবক নিহত হয়েছেন। তার নাম রাসেল হোসেন (২১)। তিনি সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের ধরবিলা গ্রামের তসলিম প্রামানিকের ছেলে। 

স্থানীয়রা জানায়, নিহত রাসেল মানসিক ভারসাম্যহীন। ১৫ দিন আগে বিয়ে হয়েছে তার। বৃহস্পতিবার সকালে টেবুনিয়া রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর দিয়ে হাঁটছিলেন রাসেল। সকাল ৯ টার দিকে পাবনার বেড়ার ঢালারচর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের নীচে কাটা পড়ে শরীর দ্বিখন্ডিত হয়ে যায় তার। এতে ঘটনাস্থলেই রাসেলের মৃত্যু হয়। 

ঈশ্বরদী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোপাল কুমার জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে।