- সারাদেশ
- ২ বছরে নানা সামাজিক কার্যক্রম নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের
২ বছরে নানা সামাজিক কার্যক্রম নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের

মহান মুক্তিযুদ্ধের আদর্শকে ধারণ করে নওগাঁ জেলার বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিদের নিয়ে ২০১৮ সালের ১২ সেপ্টেম্বর 'নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন' আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সব শ্রেণি-পেশার ব্যক্তিদের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানিয়েছেন এর প্রতিষ্ঠাতা সভাপতি ও সাবেক সিনিয়র সচিব সৌরেন্দ্র নাথ চক্রবর্ত্তী এবং সাধারণ সম্পাদক বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডা. মনজুরুল আলম।
মুক্তিযোদ্ধা, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, পুলিশ, চিকিৎসক, শিক্ষক, নার্স, সমাজসেবক, সরকারি-বেসরকারি চাকরিজীবী, কৃষকসহ বিভিন্ন পেশাজীবীদের নিয়ে এই সংগঠন পরিচালিত হচ্ছে।
নওগাঁ এবং ঢাকায় অবস্থানরত নওগাঁবাসীদের মধ্যে সামাজিক সৌহার্দ্য ও সম্প্রতির বন্ধনে আবদ্ধকল্পে ২০১৮ সালের ২৪ নভেম্বর ঢাকার আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবন মিলনায়তনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে নওগাঁ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে এর আনুষ্ঠানিক অভিযাত্রা শুরু হয়।
ওইদিন দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজের তিন শতাধিক শিক্ষার্থীকে অনুপ্রাণিত করতে ক্যারিয়ার প্ল্যান প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ৩৬তম বিসিএসে নিয়োগ পাওয়া নওগাঁ জেলার ২৪ কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়।
এরপর ২০১৯ সালের ১২ এপ্রিল আগারগাঁওস্থ পরিসংখ্যান ভবন মিলনায়তনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজে ভর্তি হওয়া নওগাঁ জেলার নবীনদের বরণ এবং ৩৭তম বিসিএসে নিয়োগ পাওয়া নওগাঁ জেলার ২৩ কর্মকর্তাকে সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে প্রাথমিক সমাপনী পরীক্ষা-২০১৮ এ দেশসেরা নওগাঁর মহাদেবপুরের মেয়ে সারা জেরিনকে সংবর্ধনা দেওয়া ও বৃত্তি প্রদান করা হয়।
২০১৯ সালের ১৫ আগস্ট জাতীয় শোক দিবস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে নওগাঁ সদরের শৈলগাছির দিঘীর পাড়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। গত বছরের ৫ অক্টোবর এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত নওগাঁ জেলার ৫১০ জন কৃতি শিক্ষার্থীকে নওগাঁ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা দেওয়া হয়। এছাড়া বিশেষ ক্ষেত্রে মেধাবী ৫ জনকে বিশেষ সম্মাননা ক্রেস্ট ও বৃত্তি প্রদান করা হয়।
এ বছরের ১৬-২৬ জুন নওগাঁ সদর হাসপাতাল ও সদর মডেল থানাসহ নওগাঁ জেলার অন্যান্য সব থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা ভাইরাস প্রতিরোধে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়। নওগাঁ জেলাস্থ প্রত্যেক উপজেলার থানা ও স্বাস্থ্য কমপ্লেক্সে করোনাকালে সম্মুখ যোদ্ধা হিসেবে কর্তব্যরত সব স্টাফের জন্য মাস্ক ও হান্ড গ্লাভস বিতরণ করা হয়। গত ১৫-১৯ আগস্ট আত্রাই ও মান্দা উপজেলায় করোনার কারণে এবং বন্যায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র দুই শতাধিক পরিবারের মাঝে ত্রাণসামগ্রী ও মাস্ক বিতরণ করা হয়। সংবাদ বিজ্ঞপ্তি।
মন্তব্য করুন