নাটোরে করোনা উপসর্গ নিয়ে এএসআইয়ের মৃত্যু
এএসআই আব্দুল আলীম -সংগৃহীত ছবি
নাটোর প্রতিনিধি
প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২০ | ০৯:৫৭
নাটোরে কারোনাভাইরাসের উপসর্গ নিয়ে জেলা পুলিশ লাইন্সে কর্মরত পুলিশের এএসআই আব্দুল আলীম মারা গেছেন। এনিয়ে জেলায় তিন পুলিশ সদস্য করোনার উপসর্গ নিয়ে মারা গেলেন।
আব্দুল আলীম সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার কারশালিকা এলাকার কফিল উদ্দিনের ছেলে।
জেলা পুলিশ কার্যালয় সুত্রে জানা যায়, আব্দুল আলীম টাইফয়েড জ্বরে আক্রান্ত হলে পাবনা সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি হন। সেখানে অবস্থার অবনতি হলে ১৫ সেপ্টেম্বর তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়। বুধবার রামেক হাসপাতালের চিকিৎসক তাকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। বৃহস্পতিবার তাকে রাজশাহী থেকে ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তিনি মারা যান।
জেলা পুলিশ সুপার লিটন কুমার সাহা করোনা উপসর্গ নিয়ে এএসআই আব্দুল আলীমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আব্দুল আলীম ১৯৮৮ সালের ৫ অক্টোবর কনস্টেবল হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। পরবর্তীতে ২০০৫ সালের জানুয়ারি মাসে এএসআই (সশস্ত্র) পদে পদোন্নতি পান।