চট্টগ্রামে সিএনজি অটোরিকশাচালকের কাছ থেকে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার সময় গ্রেপ্তার হয়েছে হত্যা মামলার আসামি। গত বুধবার গভীর রাতে নগরের চকবাজার থানার মদিনা মসজিদ লেন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তার নাম মো. সাগর।

হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বিথঙ্গল গ্রামের হেলাল মিয়ার ছেলে সাগর চকবাজার থানার শান্তিনগর বগারবিল এলাকায় তাহের কোম্পানির ভবনে থাকে। তার বিরুদ্ধে ২০১৫ সালের ৭ মে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংকের মুরাদপুর শাখায় ডাকাতির চেষ্টা করতে গিয়ে ব্যাংকের নিরাপত্তাকর্মী মো. ইব্রাহিমকে গলা কেটে হত্যার অভিযোগ রয়েছে। ওই ঘটনায় একই বছরের ১৫ মে তাকেসহ চারজনকে গ্রেপ্তার করেছিল নগর গোয়েন্দা পুলিশ।

চকবাজার থানার ওসি রুহুল আমিন সমকালকে জানান, চালক জহিরুল ইসলাম সিএনজি অটোরিকশাটি তার মালিকের বাসায় রেখে শান্তিনগর বগারবিলে বাসায় যাওয়ার পথে পেটে ছুরি ঠেকিয়ে টাকা ও মোবাইল ফোন হাতিয়ে নেয় সাগর। জহিরের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে টহল পুলিশও ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় অভিযান চালিয়ে সাগরকে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে অটোরিকশাচালকের মোবাইল ফোন ও টাকা উদ্ধার করা হয়। 

এ ছাড়া ছিনতাইয়ে ব্যবহূত ছুরিও পাওয়া যায় তার কাছে। তার বিরুদ্ধে ব্যাংকের নিরাপত্তাকর্মী হত্যাসহ ডাকাতি ও অস্ত্র আইনে নগরের পাঁচলাইশ ও বাকলিয়া থানায় তিনটি মামলা রয়েছে।