সিলেট রেলপথের কুলাউড়ায় ট্রেনে কাটা অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে রেলওয়ে থানা পুলিশ।

বুধবার সকালে লংলা স্টেশনের উত্তর পাশে রাউৎগাঁও গ্রামে ভোর রাতে অজ্ঞাত এক যুবকের ট্রেনে কাটা লাশ পাওয়া যায়। ভোরে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে রেলওয়ে থানাকে খবর দিলে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি মো. কামাল হোসেইন জানান, ধারণা করা হচ্ছে ট্রেনে কাটা পড়ে এই যুবকের মৃত্যু হয়েছে।