করোনাভাইরাসে আক্রান্ত হয়ে লক্ষ্মীপুর পৌর শহরের ব্যবসায়ী আব্দুল আউয়ালের (৭০) মৃত্যু হয়েছে।  

মঙ্গলবার রাতে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সদর উপজেলার পৌর শহরের সমসেরাবাদ এলাকার মৃত দীন মোহাম্মদের ছেলে। 

সিভিল সার্জন ডা. আব্দুল গফ্ফার জানান, ঢাকা থেকে মরদেহ লক্ষ্মীপুরের গ্রামের বাড়ি এসে পৌঁছালে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করার কথা রয়েছে।

এদিকে জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, জেলায় করোনায় এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। আর উপসর্গ নিয়ে মারা গেছেন ৭৮ জন। এদের মধ্যে সোমবার গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৪৫টি। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে চারজনের। জেলায় এ পর্যন্ত মোট করোনায় শনাক্ত হয়েছেন ২ হাজার ১০৩ জন। এ পর্যন্ত সুস্থ্য হয়েছেন ১ হাজার ৮৪৫ জন।