- সারাদেশ
- প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় বাসশ্রমিক গ্রেপ্তার
প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের ঘটনায় বাসশ্রমিক গ্রেপ্তার

গোপালগঞ্জে বাক প্রতিবন্ধী এক তরুণীকে ধর্ষণের ঘটনায় মোস্তফা সিকদার (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে গোপালগঞ্জ শহরের বেদগ্রাম বাসস্ট্যান্ড থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মোস্তফা সিকদার জেলার কোটালীপাড়া উপজেলার তাড়াশী কর্মকারবাড়ি গ্রামের আজগার সিকদারের ছেলে। তিনি গোপালগঞ্জ-কোটালীপাড়া-পয়সারহাট সড়কের একটি লোকাল বাসে সুপার ভাইজারের কাজ করেন।
মামলার বরাত দিয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, প্রায় ৫ মাস আগে প্রতিবেশি বাক প্রতিবন্ধী ওই তরুণীকে ফুসলিয়ে বাসশ্রমিক মোস্তফা সিকদার ধর্ষণ করেন। এতে ওই তরুণী অন্ত:সত্ত্বা হয়ে পড়ে। বিষয়টি পরে জানাজানি হলে বুধবার রাতে ওই তরুণীর বড় বোন বাদী হয়ে কোটালীপাড়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। পরে পুলিশ মোস্তফাকে গোপালগঞ্জ শহর থেকে গ্রেপ্তার করে।
বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ডাক্তারি পরীক্ষার জন্য ওই তরুণীকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন