- সারাদেশ
- আশুগঞ্জে মাজার থেকে ফেরার পথে বাস উল্টে আহত ৪০
আশুগঞ্জে মাজার থেকে ফেরার পথে বাস উল্টে আহত ৪০

দুর্ঘটনায় উল্টে যাওয়া বাস। ছবি: সমকাল
আশুগঞ্জে মাজার থেকে ফেরার পথে জিয়ারতকারীদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণহীন হারিয়ে মহাসড়কের পাশে উল্টে গেলে নারী-শিশুসহ অন্তত ৪০ জন আহত হয়েছেন। শুক্রবার সকালে আশুগঞ্জের বাহাদুর এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটেছে।
আহত সবাই নরসিংদী বেলাব উপজেলার সররাবাদ ও আশে-পাশের গ্রামের বাসিন্দা। তাদের কিশোরগঞ্জের ভৈরব উপজেলা হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে ঢাকায় পাঠানো হয়েছে।
হাইওয়ে পুলিশ, বাসের যাত্রী ও স্থানীয়রা জানায়, বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের সররাবাদ ও দুলালকান্দি গ্রামের ৫০-৫৫ ব্যক্তি বৃহস্পতিবার সন্ধ্যায় বাস রিজার্ভ করে ব্রাহ্মণবাড়িয়ার আখাউরায় খড়মপুর হযরত সৈয়দ গেছুদারাজ কেল্লা শহীদ (রহ.)-এর মাজার জিরায়ত করতে যান। শুক্রবার ভোরে মাজার থেকে একই বাসে তারা নরসিংদী ফিরছিলেন। পথে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ উপজেলার বাহাদুরপুর এলাকায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে একটি গাছের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এ সময় বাসের যাত্রী ইমা বেগম (২৫), জাকির মিয়া (৩৬), আছমা আক্তার (৩০), নাছির মিয়া (১৫), রাজিয়া বেগম (৩৫), রুপসী বেগম (১৭), নাজিম উদ্দিন (৩০), সামছুল হক (২৫), হাসনা বেগম (৩৫), তাপসী বেগম (১৫) মাহফুজ মিয়া (১৭), নাছির মিয়া (১৩), আকরাম হোসেন (১৮), টুম্পা বেগমসহ অন্তত ৪০ জন আহত হন। তাদের কিশোরগঞ্জের ভৈরব উপজেলা হাসপাতাল ও বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত টুম্পা বেগমকে ঢাকায় পাঠানো হয়েছে।
সরাইল বিশ্বরোড খাটিহাতা হাইওয়ে থানার ওসি মো. মাহবুবুর রহমান বলেন, ঘটনার পর পরই বাসচালক পালিয়ে যায়। বাসটি উদ্ধার করে পুলিশ হেফজতে নেওয়া হয়েছে।
মন্তব্য করুন