- সারাদেশ
- পদ্মায় নৌকা ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিখোঁজ ২
পদ্মায় নৌকা ডুবে বিশ্ববিদ্যালয় ছাত্রীসহ নিখোঁজ ২

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে -সমকাল
রাজশাহীর পবার হারুপুরে পদ্মা নদীতে ১৩ যাত্রী নিয়ে ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা ডুবে দুইজন নিখোঁজ হয়েছেন। অপর ১১ জন সাঁতরে তীরে ফিরেছেন। শুক্রবার বিকেল ৫টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
রাজশাহীর ফায়ার সাভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক জাকির হোসেন জানান, শুক্রবার বিকেলে একই পরিবারের আত্মীয় স্বজনসহ ১৩ যাত্রী ইঞ্জিনচালিত একটি ছোট নৌকা নিয়ে পদ্মা নদীতে বেড়াচ্ছিলো। বিকেল ৫টার দিকে নৌকাটি পদ্মার হারুপুরে ডুবে যায়। ১১ জন যাত্রী স্থানীয় লোকজনের সহায়তায় ও সাঁতরে তীরে এসে পৌঁছায়। দুইজন নিখোঁজ রয়েছেন।
নিখোঁজদের মধ্যে সাদিয়া ইসলাম সুচনা নামে আমেরিকান ইন্টারন্যাল ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এআইইউবি) ছাত্রী এবং রিমন (৮) নামে একজন স্কুল ছাত্র রয়েছে। সূচনার আদিবাস নগরীর খোলাবানা হলেও পরিবারসহ তিনি ঢাকায় থাকতেন। সম্প্রতি তিনি রাজশাহীতে আত্মীয় বাড়িতে বেড়াতে আসেন।
এদিকে দুর্ঘটনার পর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজশাহী জেলা প্রশাসক আব্দুল জলিল।
এসময় তিনি প্রেস ব্রিফিংয়ে জানান, উদ্ধারকৃতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর হওয়ায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ দুইজনকে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল কাজ করছে এবং উদ্ধার না হওয়া পর্যন্ত অভিযান চলবে।
মন্তব্য করুন