- সারাদেশ
- ধানের কুড়া ও কাঠের গুড়ার সঙ্গে রঙ মিশিয়ে মসলা তৈরি, আটক ৩
ধানের কুড়া ও কাঠের গুড়ার সঙ্গে রঙ মিশিয়ে মসলা তৈরি, আটক ৩

আটকরা -সমকাল
কিশোরগঞ্জের ভৈরবে বিপুল পরিমাণ ভেজাল মসলাসহ তিনজনকে আটক করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে ভৈরব বাজারের লঞ্চঘাট সংলগ্ন এলাকায় মেঘনা মসলা মিলে অভিযান চালিয়ে ভেজাল মেশানো মরিচের গুড়া ৯৫৫ কেজি, ধনিয়ার গুড়া ৭০৫ কেজি, ডাল ১০০ কেজি, বিপুল পরিমাণ লাল ও হলুদ রং জব্দ করা হয়েছে।
এ সময় মিলের মালিক আবুল হাসেম (৬০), তার ছেলে সাইফুল ইসলাম (২২) ও কর্মচারী সেরেনা বেগমকে (৩৫) আটক করা হয়। এ ঘটনায় শুক্রবার সকালে র্যাব বাদি হয়ে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়েরের পর আটকদের ভৈরব থানায় সোপর্দ করা হয়েছে।
র্যাব-১৪, সিপিসি-৩ এর কমান্ডিং অফিসার রফিউদ্দিন মোহাম্মদ যোবায়ের জানান, মেঘনা মিলের মালিক বিভিন্ন প্রকার মসলার উপকরণের সঙ্গে মানবদেহের জন্য ক্ষতিকারক রঙ, চালের কুড়া, পচা ডালের গুড়া ও কাঠের গুড়া মিশিয়ে ভেজাল মসলা তৈরি করছিলেন।
মন্তব্য করুন