- সারাদেশ
- জাল নোট দিয়ে কেনাকাটার সময় যুবক গ্রেপ্তার
জাল নোট দিয়ে কেনাকাটার সময় যুবক গ্রেপ্তার

সাংবাদিক পরিচয়ে জাল নোট দিয়ে কেনাকাটা করতে গিয়ে এক যুবক গ্রেপ্তার হয়েছে। গত বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম নগরের বন্দর থানার কলসি দিঘীরপাড় ধুমপাড়া মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
গ্রেপ্তারকৃত রাসেল শেখের বাড়ি পিরোজপুর জেলার সদর উপজেলার বৈরামপুর গ্রামে। তার কাছ থেকে এক হাজার ৪টি জাল টাকার নোট, 'দৈনিক বর্তমান বাংলা' ও 'অপরাধ দমন' নামে দুইটি পত্রিকার আইডি কার্ড উদ্ধার করা হয়েছে।
র্যাবের সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন জানান, একটি দোকান থেকে পণ্য কিনে সাংবাদিক পরিচয়ে জাল টাকাগুলো চালানোর চেষ্টা করে সে। খবর পেয়ে র্যাব তাকে গ্রেপ্তার করে।
এসময় সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে র্যাবকে প্রভাবিত করার চেষ্টা করে। পরে জিজ্ঞাসাবাদে সে সাংবাদিক নয় বলে স্বীকার করে। দীর্ঘদিন ধরে রাসেল সাংবাদিক পরিচয়ে নগরের বিভিন্ন এলাকায় জাল নোট চালিয়ে আসছে বলে জানায় র্যাব। তার বিরুদ্ধে বন্দর থানায় মামলা হয়েছে।
মন্তব্য করুন