খুলনার রূপসা উপজেলার জয়পুর মুসলিমপাড়া এলাকায় নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাসের সন্ধান পাওয়ার দাবি করেছে স্থানীয়রা। শুক্রবার সকাল ৯টায় রূপসা রূপালী সী ফুডের পেছনে কামরুল শেখের বাড়িতে এ ঘটনা ঘটে।

বাড়ির মালিক কামরুল শেখ জানান, শুক্রবার সকালে সেলো টিউবওয়েল বসানোর কাজ শুরু করেন শ্রমিকরা। ৫টি পাইপ বসানোর পর হঠাৎ করে নিচ থেকে পাইপগুলো তীব্র বেগে উপরের দিকে উঠে আসে। একজন শ্রমিকও পাইপের সঙ্গে ছাদে উঠে যায়। পরে ভয়ে শ্রমিকরা পালিয়ে যায়। বিকাল সাড়ে ৫টা পর্যন্ত নলকূপের স্থাপনের ওই ছিদ্র থেকে বুদবুদ উঠছিলো। তবে সেখানে গ্যাসের কোনো গন্ধ ছিলো না।

রূপসা উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন আকতার সমকালকে বলেন, এ ধরনের কোনো তথ্য পাইনি। খোঁজ নিয়ে দেখছি।